মাভাবিপ্রবিতে আব্দুল মান্নানের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালন


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল মান্নানের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।
বুধবার সকাল ০৯.৩০ মিনিটে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে জননেতা আব্দুল মান্নানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা এবং জননেতা আব্দুল মান্নানসহ তার পরিবারের জন্য দোয়া চাওয়া হয়। দোয়া শেষে সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়।
এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হলের প্রভোস্ট এবং সায়েন্স অনুষদের ডিন ড. পিনাকী দে, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ শাহীন উদ্দিন, প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. ইকবাল মাহমুদ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হল হাউজ টিউটর আবু জাফর শিবলী, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম, ছাত্রলীগ সাধারন সম্পাদক সাইদুর রহমানসহ হলের ছাত্র, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন