টাঙ্গাইলে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন


টাঙ্গাইলে সিভিল সার্জন অফিস ও পৌরসভার উদ্যোগে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ৩ এপ্রিল সোমবার সকালে টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. শরীফ হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মো. সদর উদ্দিন, পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল ইসলাম মামুন এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ড. মো. ইব্রাহীম ।
এসময় প্রতিষ্ঠিানের শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর মধ্য দিয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুর হাসান তালুকদার।
জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বিনামূল্যে দেশের সকল প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ০৫-১২ বছর বয়সী শিশু এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ১২ থেকে ১৬ বছর বয়সী শিশুকে বিনামূল্যে কৃমি নাশক ওষুধ খাওয়ানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানেও সপ্তাহব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী ৭ এপ্রিল শনিবার পর্যন্ত এই কার্যক্রম চলবে।