নাগরপুরে ১৫০ পিছ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৭ এএম, মঙ্গলবার, ১৪ মে ২০১৯ | ৪৮৫

টাঙ্গাইলের নাগরপুরে ১৫০ পিছ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। 

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। গ্রেফতারকৃত মোছাঃ শিউলী বেগম (২৮) ঢাকা জেলার ধামরাই উপজেলার বড়জেটাইল গ্রামের মো. আমির হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুর থানার উপ-পরিদর্শক এস আই মোহাম্মদ মামুন মৃধা তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলার মোকনা ইউনিয়নের মানড়া মধ্যপাড়া পাকা রাস্তার উপর পৌছলে শিউলীর গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় তার দেহ তল্লাশী করে তার কাছে ১৫০ পিছ ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  ২০১৮,৩৬(১) এর ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূর মোহম্মদ বলেন, শিউলী বেগম আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।