অবাক করার মতো তথ্য

চকরিয়ায় গত ১ মাসে সড়ক দূর্ঘটনায় ১৫ জন নিহত!

জুনাইদ উদ্দিন
প্রকাশিত: ০৮:৩৮ এএম, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮ | ৪৯৭
"আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি" এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠা করেছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা)। হাঁটি হাঁটি পা পা করে বর্তমান পর্যন্ত বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গড়ে তুলেছেন নিসচা'র শাখা-প্রশাখা। 
 
দেশের বেশ কিছু উদীয়মান তরুণেরা নিজের বিবেককে প্রসারিত করে এগিয়ে নিচ্ছে নিসচা'র পতাকা। বর্তমানে শহর থেকে গ্রামের সব অলি-গলিতে  নিসচা'র পতাকা উড়াচ্ছে নিরাপদে থাকা যুবকেরা। সাথে সাহস যুগাচ্ছেন দেশের বেশ কিছু আলোকিত মানুষ। 
 
আজ প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনার কালো চিত্র গ্রাস করছে কিছু স্বজনহারা অসহায় পরিবারকে। প্রতিমুহুর্তে মৃত্যুর সংবাদ শ্রবণ শক্তিকে অবাক করে দিচ্ছে। একদিকে সরকারি আইন, অন্যদিকে অবৈধ যানবাহন। পুরো দেশকে আজ মৃত্যুর মিছিলে পরিণত করছে কিছু অযোগ্য চালক। 
 
দেশে লাইসেন্স বিহীন চালকের সংখ্যা হয়তঃ ক্যালকুলেটরের ডিজিট সংখ্যায় সংকোলন হবে না। যার কারণে প্রাণ হারাচ্ছে আমার বা আপনার স্বজনরা।বাদ পড়ছে না শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। 
 
বাংলাদেশের মানুষকে নিরাপদে বাড়ি ফেরার বহু চমৎকার শ্লোগান নিয়ে এবং নিজের শ্রমকে জনগণের জন্য উৎসর্গ করে দিন-রাত চেষ্টা চালাচ্ছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)'র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। পাশাপাশি সব পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে স্ব-উদ্যোগে। তারপরও সড়ক দূর্ঘটনার মাত্রা কমছে না। হয়তঃ এর জন্য সরকার বা প্রশাসন দায়ী। কিন্তু এ দায় সরকার বা প্রশাসন এড়িয়ে যাচ্ছে প্রতিমুহুর্তে। 
 
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিমাসে সড়ক দূর্ঘটনার প্রতিবেদন জমা দিচ্ছেন নিসচা পরিবার। সড়ক দূর্ঘটনার কারণ, ব্যাখ্যা ও দূর্ঘটনা রোধ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রশাসনকে জমা দেয়ার পরও কোনো কাজ হচ্ছে না। তারপরও নিসচা'র সদস্যরা যেকোনো মুহুর্তে দূর্ঘটনা অনুসন্ধানের চিত্র জোগাড় করছে এবং দূর্ঘটনা রোধে বিভিন্ন জায়গায় ড্রাইভারকে প্রশিক্ষণ দিচ্ছে। হয়তঃ ধীরে ধীরে সড়ক দূর্ঘটনার পরিমাণ কমে আসবে। 
 
তার ধারাবাহিকতায় ০২ এপ্রিল বিকাল ৫ টায় চকরিয়া নিসচা ২০১৮ সালের মার্চ মাসের সড়ক দূর্ঘটনার প্রতিবেদন দাখিল করেছে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মো. শিবলী নোমান ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দীন চৌধুরীর কাছে। 
 
চকরিয়া উপজেলা নিসচা'র সভাপতি সোহেল মাহমুদ ও দূর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক এম, রিদুয়ানুল হক স্বাক্ষরিত মার্চ মাসের প্রতিবেদনে বলা হয় চকরিয়াতে সড়ক দূর্ঘটনায় নিহত ১৫ জন এবং আহত ৫৫ জন। 
 
০২ মার্চ বিকাল ৫ ঘটিকার সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রতিবেদন দাখিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ  সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদ, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক এম, রিদুয়ানুল হক, ডুলাহাজারা ইউনিয়ন শাখার আহ্বায়ক এম, গিয়াস উদ্দিন গাজী। 
 
প্রতিবেদন পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চকরিয়া নিসচা পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান।