চকরিয়ায় তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীর ধর্ষণের শিকার, ধর্ষক আটক

জুনাইদ উদ্দিন,চকরিয়া কক্সবাজার
প্রকাশিত: ০৮:৩৬ এএম, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮ | ৫২৭

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে লাকড়ি কুড়াতে গিয়ে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে লক্ষ্যারচর ইউনিয়নের ইসলামনগর দরগাঁ পাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে ধর্ষক মো.ফয়সাল (২২) প্রকাশ পুতুকে ২ মার্চ রবিবার রাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। 

গত ৩১মার্চ দুপুরে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বারআউলিয়া নগর এলাকার আল আমিন পাড়ার পাশ্ববর্তী সংরক্ষিত বনাঞ্চলে এ ঘটনা ঘটে। 

চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বলেন, গত ৩১মার্চ দুপুরে পাশর্বর্তী কাকারা ইউনিয়নের বারআউলিয়া নগর আল আমিন পাড়া এলাকার এতিম তৃতীয় শ্রেণীর ছাত্রী(১১) তাদের বাড়ির পাশর্বর্তী বনে লাকড়ি কুড়াতে গেলে লক্ষ্যারচর ইউনিয়নের ইসলামনগর দরগাঁ- পাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে মো.ফয়সাল (২২) প্রকাশ পুতু নির্জনস্থানে নিয়ে গিয়ে ওই ছাএীকে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনার পর ধর্ষণের শিকার এতিম ছাত্রীর প্রচুর রক্তক্ষরণ হলে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালের ওয়ানষ্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরী।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দীন চৌধুরী বলেন ধর্ষককে আসামী করে মামলা করেছে তার পরিবার। এরপর চকরিয়া থানা পুলিশ ধর্ষক ফয়সালকে আটক করতে সক্ষম হয়েছে।