নাটোরের সিংড়ায়

পুকুর লিজের টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকি

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩ এএম, রোববার, ১ এপ্রিল ২০১৮ | ৪২৮

নাটোরে সিংড়ায় পুকুর লিজ দিয়ে বিপাকে পড়েছেন হিন্দু সম্প্রদায়ে কার্তিক চন্দ্র সহ অন্যান্যরা। লিজের মেয়াদ শেষ হলেও টাকা পরিশোধ না করে এখনও মাছ চাষ করা এবং টাকা চাইতে গেলে খুন জখমের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে লুতফর রহমান সহ কয়েজনের বিরুদ্ধে।

সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের দিঘল গ্রামের কার্তিক চন্দ্র সহ বার জনের প্রায় এক একর বায়ান্ন শতকের একটি পুকুর নলখোলা গুনাইখাড়া গ্রামের লুতফর রহমানকে লিজ দেয়া হয়। আড়াই লাখ টাকা চুক্তিতে তিন বছর মেয়াদে পুকুরটি লিজ চুক্তি হলেও প্রথমে এক লাখ ছয় হাজার টাকা দিয়ে বাকি টাকা দিতে তাল বাহানা করে প্রথম থেকেই।

গত মে ২০১৭ খ্রিস্টাব্দে লিজের মোয়াদ শেষ হলেও এখনও ছাড়েনি পুকুর, পরিশোধ করেনি লিজের টাকা। পরে লিজ গ্রহনকারী লুতফর রহমান সহ সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। মামলা নং ১৩৩/১৬। আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলে পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। কিন্তু তারা জামিনে বের হয়ে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ ভুক্তোভোগীদের।

ভুক্তোভোগী শ্রী সুষেন চন্দ সরকারের দাবী, ‘আমাদের নিজস্ব সম্পতি লিজ দিয়ে আমরা নিজেরাই আতংকে আছি। লিজের মেয়াদ শেষ হলেও তারা টাকা পরিশোধ না করে এখনও জোরপূর্বক মাছ চাষ করছে। মামলা করায় প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে।’ তাই অনাকাক্সিক্ষত ঘটনায় এড়াতে বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পুকুর মালিকগণ।বিষয়টি নিয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, হুমকি দেয়ারমতো ঘটনা থানাকে অবহিত করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।