মির্জাপুরে পাহাড়ী টিলা কাটায় জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৭ পিএম, বুধবার, ৯ মার্চ ২০২২ | ৪৩৯

টাঙ্গাইলের মির্জাপুরে পাহড়ী টিলা কেটে অন্যত্র মাটি বিক্রির অপরাধে তিন মাটি লুটকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

আজ বুধবার সকালে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

দন্ডপ্রাপ্তরা হলেন মেসার্স শিকদার এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. জাকির শিকদার, মো. শামীম শিকদার ও মো. হাসমত শিকদার।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন জানিয়েছেন।