উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করেই চলছে

টাঙ্গাইল সমবায় মার্কেট ভবনের নির্মাণ কাজ দায়িত্বেও বহাল রয়েছেন বিতর্কিত সভাপতি

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৪ পিএম, শনিবার, ৩১ মার্চ ২০১৮ | ২৮৪৪

টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর পরিচালিত সমবায় সুপার মার্কেটের পুরাতন মালিকদের স্ব স্ব স্থানে দোকান বরাদ্দ দেয়ার সুপ্রিম কোর্টের আপীল বিভাগের নির্দেশনা বাস্তবায়নের পরিবর্তে নতুন দোকান মালিকদের হস্তান্তরের চেষ্টায় দ্রুত ভবন নির্মাণ সম্পন্ন করতে ব্যস্ত টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ কর্তৃপক্ষ।

একই সাথে ব্যাংক পরিচালনা পর্ষদের সভাপতি পদে থাকা কুদরত ইলাহী খানের সভাপতি পদ স্থগিত ও ব্যাংকের পরিচালনা পর্ষদের এডক কমিটি গঠণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনাও অমান্য করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ১৫৫ জন পুরাতন দোকান মালিকগণ। সমবায় সুপার মার্কেটের পুরাতন ব্যবসায়ি মালিকদের অধিকার আদায়ে সুপ্রিম কোর্টের দেয়া রায় এখনও বাস্তবায়নে ব্যাংক কর্তৃপক্ষের ধৃষ্টতায় চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠেছেন ওই ব্যবসায়িরা।

এ অবস্থা থেকে উত্তরন ব্যবসায়িক ও ব্যক্তি নিরাপত্তায় শনিবার রাতে টাঙ্গাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়িদের পক্ষে রাহেলা জাকির।

জানা যায়, টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের বিষয়ে দায়েরকৃত রিট পিটিশন নং-৯৭৮৩/২০১৫ এর রায়ের বিপরীতে দায়েরকৃত সিএমপি নং-১৬৯৬/২০১৭ ও সিএমপি নং-১৬৯৯/২০১৭ এর প্রেক্ষিতে ১২ ডিসেম্বর উচ্চ আদালতে চলমান মামলায় মার্কেটের পুরাতন মালিকদের স্ব স্ব স্থানে দোকান বরাদ্দ দেয়ার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও ব্যাংক পরিচালনা পর্ষদের সভাপতি পদে থাকা কুদরত ইলাহী খানের সভাপতি পদ স্থগিত ও ব্যাংকের পরিচালনা পর্ষদের এডক কমিটি গঠণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগ।

টাঙ্গাইল সমবায় মাকের্ট ব্যবসায়িদের অভিযোগ, ১২ ডিসেম্বর উচ্চ আদালতে চলমান মামলায় মার্কেটের পুরাতন মালিকদের স্ব স্ব স্থানে দোকান বরাদ্দ দেয়ার নির্দেশ প্রদান করাসহ ব্যাংক পরিচালনা পর্ষদের সভাপতি পদে থাকা কুদরত ইলাহী খানের সভাপতি পদ স্থগিত ও ব্যাংকের পরিচালনা পর্ষদের এডক কমিটি গঠণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগ। তবে ব্যাংক পরিচালনা পর্ষদের সভাপতি পদে থাকা কুদরত ইলাহী খানের সভাপতি পদ স্থগিত করার নির্দেশ হলেও বহাল তবিয়তেই সভাপতির দায়িত্ব পালন করছেন কুদরত ইলাহী খান।

এছাড়াও বিতর্কিত ওই সভাপতির তত্বাবধানেই যথারীতি চলছে মার্কেট ভবনের নির্মাণ কাজ। যদিও সপ্তাহের শুক্র ও শনিবার ব্যতিত সমবায় ব্যাংক চত্বরে দেখা না গেলেও ওই কুটকৌশলী সভাপতির কারণে যে পুরাতন ব্যবসায়িরা এখন পথে পথে ঘুরছেন তার তত্বাবধানে মার্কেট ভবন সম্পন্ন হলে ওই মার্কেটে দোকান পাওয়া অসম্ভব বলে মনে করছেন তারা। এ কারণে উচ্চ আদালতের রায় বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন ওই ব্যবসায়িরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নতুন বরাদ্দের আবেদনকারী মালিক জানান, টাঙ্গাইল সমবায় ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতান আলম, ব্যাংক পরিচালনা পর্ষদের সভাপতি পদে থাকা কুদরত ইলাহী খানসহ দায়িত্বরত কয়েকজন পরিচালকের নেতৃত্বে গত ১২ জানুয়ারি সকালে নির্মাণাধীন মার্কেট চত্বরে নতুন দোকান বরাদ্দের টাকা পরিশোধ ও হস্তান্তর করা বিষয়ে এ বৈঠক ডাকা হয়। দোকান ৩০ জুনের মধ্যে দোকান হস্তান্তর করা হবে বলেও জানান তারা।

টাঙ্গাইল সমবায় ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতান আলম কথা স্বীকার করে বলেন, ২০১৫ সালে ২২ আগস্ট লটারীর মাধ্যমে এ সকল দোকান বরাদ্দ দেয়া হয়। দোকান বরাদ্দের টাকা পরিশোধের তাগিদ দেয়াসহ ৩০ জুনের মধ্যে দোকান হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করা হয়।

ব্যাংক পরিচালনা পর্ষদের সভাপতি পদধারী কুদরত ইলাহী খান জানান, টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের বিষয়ে দায়েরকৃত রিট পিটিশন নং-৯৭৮৩/২০১৫ এর রায়ের মাধ্যমে এই ব্যাংক পরিচালনা পর্ষদের বৈধতা দেন হাইকোর্ট। এ কারণেই আমি বহাল তবিয়তে সভাপতির দায়িত্ব পালন করছি। এর বিপরীতে সুপ্রিম কোর্টের আপীল বিভাগে করা ১৬৯৬/২০১৭ ও সিএমপি নং-১৬৯৯/২০১৭ রিট পিটিশন আপিলটি এখনও সুনানীর অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
এ নিয়ে জেলা সমবায় কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, সমবায় ব্যাংকের মাধ্যমে পরিচালিত হচ্ছে প্রাথমিক, কেন্দ্রীয় ও জাতীয় এ তিন ধরণের সমিতি। টাঙ্গাইল জেলা সমবায় কর্মকর্তার অধিনে পরিচালিত হয় প্রাথমিক সমিতি আর টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ধরণ কেন্দ্রীয় সমিতি। এটি পরিচালনা করেন বিভাগীয় সমবায় কর্মকর্তা। এ কারণে টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর কোন নিয়ম, অনিয়ম বা অব্যবস্থাপনার ক্ষেত্রে কোন পদক্ষেপ নিতে পারেননা জেলা সমবায় কর্মকর্তা। এছাড়াও বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি একাধিক মামলা চলমান রয়েছে।

উল্লেখ্য,২০১৩ সালের ১৬ এপ্রিল টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের ১৫৫ জন দোকান মালিককে বিনা নোটিশে উচ্ছেদ ও মার্কেট ভবন ভেঙ্গে ফেলেন টাঙ্গাইল সমবায় কেন্দ্রীয় ব্যাংক লিঃ এর তৎকালিন কর্তৃপক্ষ। এ নিয়ে উচ্চ আদালতে চলমান মামলায় মার্কেটের পুরাতন মালিকরা স্ব স্ব স্থানে দোকান বরাদ্দ দেয়ার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও ১২ ডিসেম্বর ব্যাংক পরিচালনা পর্ষদের সভাপতি পদে থাকা কুদরত ইলাহী খানের সভাপতি পদ স্থগিত ও ব্যাংকের পরিচালনা পর্ষদের এডক কমিটি গঠণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগ।

এইচএইচ