পরীক্ষার ফলাফল দেখে যেতে পারলো না,

ডুলাহাজারায় সড়ক দূর্ঘটনায় নিহত রাজিব

জুনাইদ উদ্দিন
প্রকাশিত: ০৮:২১ পিএম, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮ | ৪০১
কক্সবাজারের চকরিয়া ডুলহাজারায় সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছে ডুলহাজারা উচ্চ বিদ্যালয়ের এস এস সি ফলপ্রার্থী মোহাম্মদ রাজিব (১৭) নামের এক যুবক।
 
৩০ মার্চ বিকাল ৪:৩০ টায় মোহাম্মদ রাজিব সাইকেলে করে ডুলহাজারা বাজারে যাচ্ছিল। এ সময় পাগলির বিল এলাকায় চট্টগ্রামমূখী বালি ভর্তি ট্রাক ( চট্রমেট্রো ১১-৭৯৪০)তাকে চাপা দিলে সে ট্রাকের নিচে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। 
 
জানা যায়, ডুলহাজারা পাগলির বিল এলাকার বাসিন্দা নুর আহম্মদের ছেলে মোহাম্মদ রাজিব। সে এবছর ডুলহাজারা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষা দিয়েছিল। 
 
ডুলহাজারা পুলিশ ফাঁড়ির এসআই রুহুল আমিন জানিয়েছেন, বিকাল ৪:৩০ টায় নিহত রাজিব ডুলহাজারা বাজারে বাজার করতে যাচ্ছিল। পেছন দিক থেকে আসা বালি ভর্তি ট্রাক রাজিবকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
 
খবর পেয়ে ডুলহাজার পুলিশ ফাঁড়ির এসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিবের লাশ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। পরে রাজিবের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে।
 
পুলিশ ঘাটক ট্রাকটি জব্ধ করেছে। কিন্তু ড্রাইভার পালিয়ে যাওয়ায় ড্রাইভারকে আটক করতে সক্ষম হয় নি। পুলিশ জানিয়েছেন, ড্রাইভারকে আটক করার চেষ্টা চলছে।