টাঙ্গাইলে লাঠিবাড়ী ও হাডুডু খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, শনিবার, ২৪ মার্চ ২০১৮ | ৪৯০

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নত দেশে পরিণত হওয়ায় টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্য লাঠিবাড়ী ও হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৪ মার্চ শনিবার বিকেলে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ খেলার আয়োজন করা হয়। হাডুডু খেলায় সদর উপজেলার ভাটচাঁন্দা ও আনুহলা গ্রামের খেলোয়ারবৃন্দ অংশ নেয়। ২-১ পয়েন্টে আনুহলা গ্রামের খেলোয়ার বৃন্দ বিজয়ী হয়।

এছাড়া এসময় সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামের মো. আব্দুল আলীম মিয়ার দল লাঠিবাড়ী খেলা প্রদর্শন করে।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু, সদস্য মো. তুহিনুর রহমান, মো. খলিলুর রহমান প্রমুখ।