টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নে

স্পট মিটারিং এর মাধ্যমে শুভ গ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৫ পিএম, শনিবার, ২৪ মার্চ ২০১৮ | ৫১১

‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগান কে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নে বিলজোকা, গ্রামজোকো ও দক্ষিন মগড়া গ্রামে স্পট মিটারিং এর মাধ্যমে শুভ গ্রাম বিদ্যুতায়ন শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

এসময় গ্রামজোকো ও দক্ষিন মগড়া গ্রামে ৩১৫টি পরিবারের মধ্যে পল্লী বিদ্যুৎ এর  নতুন সংযোগ দেওয়া হয়।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার ওসমান গনি,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী ও মগড়া ইউনিয়নে চেয়ারম্যান আজাহার আলী সহ স্থানীয় নেত্ববৃন্দ।