সাংবাদিক পরিচয়ে ফেনসিডিল ব্যবসা, গ্রেফতার ১

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০০ পিএম, বুধবার, ২১ মার্চ ২০১৮ | ৬১৫

সাংবাদিক পরিচয়ে ফেনসিডিল পাচারকালে রাকিবুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ৭শ ৪ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।

বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মাহাসড়কের পাকুল্যা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম আলী আহসান। বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা বলে জানা গেছে।

পুলিশ জানায়, মেহেরপুর থেকে ঢাকা গামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ১৪-০৬০৫) মহাসড়কের ওই স্থানে বিকল হয়ে পড়ে। ওই সময় টহলরত পুলিশের তাদের গতিবিধি সন্দেহ হলে প্রাইভেটকারটি তল্লাশি করে ৭শ ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এসময় তার অপর সঙ্গী মাদারিপুরের স্বপন মৃধা পালিয়ে যায়।তার কাছে একটি পত্রিকার ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে বলে মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক জানিয়েছেন।

শামসুল ইসলাম সহিদ/এমএমআর