মির্জাপুরে এক রাতে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া


ভারত পেয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় ঘোষনায় সোমবার সকাল থেকেই টাঙ্গাইলের মির্জাপুরে পেঁয়াজের বাজারে আগুন লেগেছে। বাজারেরর সিন্ডিকেট এক রাতে পেঁয়াজের মুল্য প্রায় ৫০ টাকা বৃদ্ধি করেছে। মির্জাপুর বাজারে আজ সকাল থেকেই ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি চলছে।
রোববার ভারত ঘোষনা দেয়, তারা পেঁয়াজ রপ্তানি করবেনা। এই ঘোষনায় সারা দেশেরে মতই টাঙ্গাইলের ামির্জাপুর বাজারের সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠে। এক রাতের মধ্যেই তারা মির্জাপুরে কেজি প্রতি পেয়াজের মুল্য প্রায় ৫০ টাকা বৃদ্ধি করে দেয়। রোববার মির্জাপুর বাজারে পেয়াজের কেজি ছিল ৭০ থকে ৭৫ টাকা। সোমবার সকাল থেকেই তা প্রায় ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি শুরু হয়।
পেঁয়াজের দাম বৃদ্ধিতে ভুক্তভোগীরা মুখ খুললেও ব্যবসায়ীরা এর সদোত্তর দিতে পারছেননা। সকালে বাজারে কয়েকজন ক্রেতা বলছেন রাতে খবর শুনে সকালেই পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। এর কি কোন ব্যবস্থা নাই?
মির্জাপুর বাজারের চা বিক্রেতা শহীদুর রহমান সিদ্দিকী বলেন কালকে খবরে শুনছে আর সকালেই পেয়াজের দাম বাড়িয়ে দিছে।
একই কথা বলেন গোড়াইল গ্রামের সানোয়ার এবং পুষ্টকামুরী গ্রামের বাচ্চু মিয়া।
বাজারের ব্যবসায়ী মনজু, মুসলেম, মহব্বত বলেন আমরা বেশি দামে কিনি তাই বিক্রিও বেশি করতে হয়।