সখীপুরে ভ্রাম্যমাণ আদালত পাঁচ জুয়ারীকে জরিমানা
টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার দায়ে পাঁচ জনের প্রত্যেককে ১০০টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ সাজা দেন।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কচুয়া বেপারিপাড়া এলাকায় একটি চায়ের দোকানে জুয়া খেলার সময় সখীপুর থানা-পুলিশ তাঁদের আটক করে।
সাজাপ্রাপ্তরা হচ্ছেন- জাফর আহমেদ (৩৫), সিরাজ মিয়া (২৬), মো. বেলায়েত হোসেন (৩৬), আবদুর রশিদ (৪২) ও জামাল উদ্দিন (৫০)। এঁদের প্রত্যেকের বাড়ি উপজেলার কচুয়া পশ্চিম পাড়া গ্রামে।
