বগুড়ায় ৪৫ পিস ইয়াবা ও হে‌রোইনসহ নারী অাটক

বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৬:২৪ পিএম, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮ | ৪২৫
বগুড়ায় ইয়াবা ও হোরোইনসহ মোছা. আপিলা খাতুন (৩৮) না‌মের এক নারী‌কে আটক করেছে র‌্যাব।
 
আজ মঙ্গলবার সকালে র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তা‌কে অাটক ক‌রে। এসময় তার হেফাজতে থাকা ১৫০ পুরিয়া হেরোইন, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক অা‌পিলা সোনাতলার উত্তর চরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোকারম হোসেনের স্ত্রী।
 
সোনাতলা থানার ওসি শফিকুল ইসলাম জানান, এব্যাপারে র‌্যাব একটি মামলা দায়ের করেছে।