টাঙ্গাইল মধুপুরে র্যাব এর অভিযানে ৫৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২
টাঙ্গাইল জেলার মধুপুর থানার ভাংগাইর বেকারকোনা গ্রাম থেকে গত (১০ ফেব্রুয়ারী) শনিবার বিকেল অভিযান পরিচালনা করে খোকন আলী ও রোকন নামে দুই যুবককে ৫৫০ পিচ ইয়াবাসহ সহ গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল টাঙ্গাইল জেলার মধুপুর থানা এলাকায় নিয়মিত টহল ডিউটী করাকালীন সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানা জায় যে, মধুপুর থানাধীন ভাংগাইর বেকারকোনা গ্রামে মৌলভী মোঃ গফুর এর বাড়ীতে কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য প্রকাশ্যে ক্রয়-বিক্রয় করছে।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় আসামী মোঃ খোকন আলী ও মোঃ রোকনকে ৫৫০ পিচ ইয়াবা ও দুইটি মোবাইল সহ আটক করে।
আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল জেলার মধুপুর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী পাইকারী ও খুচরা দরে ইয়াবা ট্যাবলেট সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিজেও-৪৫৯৫৪ ডিএডি মোঃ আকরাম হোসেন র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল বাদী হয়ে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
