কালিহাতীতে সি.সি.ব্লক দ্বারা প্রতিরক্ষা ব্যবস্থা কাজের শুভ উদ্বোধন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪২ পিএম, শনিবার, ১০ মার্চ ২০১৮ | ৪৫৭

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন টাঙ্গাইলের কালিহাতীতে ধলেশ্বরী নদীর বাম তীরে সি.সি.ব্লক দ্বারা প্রতিরক্ষা ব্যবস্থা কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

১০ মার্চ বিকেল ৪ টায় উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের শ্যামশৈল গ্রামে শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিরক্ষা ব্যবস্থা কাজের শুভ উদ্বোধন করেন,টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইল এর নির্বাহী প্রকৌশলী শাজাহান সিরাজ, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই আকন্দ, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম,কালিহাতী উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আসলাম সিদ্দিকী ভুট্টো।

এ সময় আরো উপস্থিত ছিলেন,কালিহাতী উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল,কালিহাতী কলেজ পরিচালনা পরিষদের সদস্য আক্তারুজ্জামান প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুলতান মাহমুদ ফকির।

শুভ্র মজুমদার/পিএইচ