লালপুরে এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেলসের ১৫ তম হাজি সম্মেলন

লালপুর ( নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪০ পিএম, শনিবার, ১০ মার্চ ২০১৮ | ৪০৩

লালপুরে এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেলসের উদ্দোগে লালপুরে ১৫ তম হাজি সম্মেলন অনুষ্ঠিত হয়।

লালপুরস্থ দারুল আমানে শনিবার (১০ মার্চ) এএসএম মোকাররেবুর রহমান নাসিমের সভাপতিত্বে সম্মেলনে  প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো জিন্নাত আলী, উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, মোহরকয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড মো ইসমত হোসেন,লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো আ মান্নান,বালিতিতা ইসলামপুর সিনিয়র মমাদ্রাসার অধ্যক্ষ শাহাবাজ আলী, বিপ্লবী ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরো সদস্য আনসার আলী দুলাল, বীর মুক্তিযোদ্ধা আকিয়াব হোসেন, এ্যাড : আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা,,আ হালিম মোল্লাহ,লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আ মোত্তালেব রায়হান,অধ্যাপক আ: হাকিম,আবু সাঈদ প্রমুখ। ব্ক্তারা হজের গুরুত্ব তাৎপর্য ও ফজিলতের উপর আলোচনা করেন।