রংপুরে হিন্দুবাড়িতে হামলা, অগ্নিসংযোগ

ভূঞাপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন

ভূঞাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭ | ৪৫৮

রংপুরে হিন্দুবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ভুঞাপুর শাখা।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেছেন গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু ও ভুঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল।

বুধবার দুপুরে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপদেষ্টা ও ফলদা শরিফুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, সাধারন সম্পাদক বসুদেব চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ ঘোষ, সাংবাদিক আসাদুল খান, শুভ সাহাসহ অনেকেই।