আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে
কালিহাতীতে নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত


সময় এখন নারীর, উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবন ধারা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় কালিহাতী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ চত্ত্বরে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ¦ হাছান ইমাম খান সোহেল হাজারী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আনছার আলী বি.কম, মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার, উপজেলা নাগরিক উদ্যোগর এরিয়া ম্যানেজার ফজিলা আক্তার লিলিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে নারীদের হাতের ছোঁয়ায় পুঁিত দিয়ে তৈরী একটি নৌকা স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ হাছান ইমাম খান সোহেল হাজারীকে উপহার প্রদান করেন, মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার।
শুভ্র মজুমদার/এইচএইচ