বগুড়ায় ১০ হাজার ২শ পিস ইয়াবাসহ এক নারী অাটক

বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০১:৪৯ পিএম, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮ | ৪৯৪
বগুড়ায় ১০ হাজার ২শ পিস ইয়াবাসহ বাঁধন আকতার নামের এক নারী মাদক ব্যবসায়ীকে অাটক করেছে পুলিশ। অাজ বৃহস্পতিবার সকালে শহরের রহমান নগর এলাকা থেকে ওই ব্যবসায়ীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
 
অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সকালে গোয়েন্দা পুলিশের এক‌টি দল শহ‌রের রহমান নগর এলাকার মৌ নার্সিং হোম সংলগ্ন তাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।
 
এসময় তার কাছ থেকে ১০ হাজার ২শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন পুলিশ সদস্যরা। পুলিশ জানায়, বাঁধনের স্বামী শাহিনুর রহমান জিতুও মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে বগুড়াসহ বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করতো। তাদের দুজনের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
 
খা‌লিদ হাসান/এইচএইচ