ময়মনসিংহের ভালুকা উপজেলায় ওমর (রঃ) হাফিজিয়া

মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে খুনের অভিযোগ, শিক্ষক আটক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:২১ পিএম, সোমবার, ৫ মার্চ ২০১৮ | ৪৫১

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ওমর (রঃ) হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে হেফজ বিভাগের ছাত্র তাওহিদ (১০) নামে এক ছাত্রকে বেত্রাগাত ও মারাত্মক জখমে হত্যার অভিযোগ করেছেন ছাত্রের পরিবার। এ ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক হাফেজ এনামুল হক নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে ভালুকা মডেল থানা পুলিশ নিহত ছাত্রের মরদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও গ্রামের আঃ কায়েস মিয়ার ছেলে তাওহিদ (১০)কে উপজেলার জমিরদিয়া মাস্টার বাড়ি এলাকার ওমর (রাঃ) হাফিজিয়া মাদরাসায় ভর্তি করেন। এরপর ২৭ ফেব্রয়ারি দুপুরে ক্লাসরুমে শাসন করার জন্য তাওহিদকে ডেকে শিক্ষক এনামুল হক বেত্রাঘাত করে আহত করেন।

পরে খবর পেয়ে স্বজনরা তাওহিদকে গুরতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাওহিদের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, রোববার বিকেলে হেফজ বিভাগের ছাত্র তাওহিদের অবস্থা আশঙ্কাজন দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকা যাওয়ার পথে তাওহিদের মৃত্যু হয়।

এঘটনায় সোমবার সকালে উপজেলার জমিরদিয়া মাস্টার বাড়ি এলাকার ওমর (রাঃ) হাফিজিয়া মাদরাসার অভিযুক্ত শিক্ষক এনামুল হককে আটক করেছে পুলিশ। এ হত্যার ঘটনায় তাওহিদের স্বজনরা অভিযোগ থানায় জমা দিয়েছেন। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ময়মনসিংহ বড় মসজিদের ইমাম মাওলানা আব্দুল হক ও জেলা বেফাকের সাধারণ সম্পাদক মুফতি আহমদ আলী এই ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছেন।