কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৫ পিএম, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮ | ৮৪৯

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে তিনদিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে।

সোমবার সকালে সতীশ বণিক মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম,প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার প্রমুখ।

তিনদিন ব্যাপি এই প্রতিযোগিতায় ২২টি ইভেন্টে দুই শতাধিক প্রতিযোগি অংশ নিবে বলে জানা গেছে।

শামসুল ইসলাম সহিদ/পিএইচ