চাঁপাইনবাবগঞ্জে দুইজনের ফাঁসির আদেশ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেরেনা খাতুন হত্যা মামলার এক নারীসহ দুইজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান কারাগারে থাকলেও আরেক আসামি সুফিয়া বেগম এখনো পলাতক। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় ঘোষণা করেন।
২০১৪ সালের ১০ সেপ্টেম্বর দেওয়ান জাইগির গ্রামের সেরেনাকে বিয়ের কথা বলে ডেকে নিয়ে হত্যা করেন আব্দুল মান্নান। এতে সহায়তা করেন সুফিয়া বেগম। পরে একটি আমবাগান থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।
এছাড়া গাজীপুরে গৃহবধূ মৌসুমী আক্তার হত্যায় তার স্বামী আনিছুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০১৫ সালের ৫ আগস্ট পারিবারিক কলহের জেরে মৌসুমীকে কুপিয়ে হত্যা করে আনিছ। এছাড়া ঝিনাইদহে ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।