চকরিয়াতে গত ২ মাসে ১১ জন নিহত, ১ দিনেই নিহত ৬ জন!


দেশে যতোই দিন যাচ্ছে সড়ক দূর্ঘটনার হার ততই বৃদ্ধি পাচ্ছে। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়ও এই সড়ক দূর্ঘটনার হার কম নয়।
গত একদিনে চকরিয়াতে সড়ক দূর্ঘটনায় ৬জন প্রাণ হারিয়েছ।
চকরিয়ায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাসের সঙ্গে দুইটি প্রাইভেট নোহ গাড়ির মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে নোহ গাড়ির চালকসহ ৪ জন ঘটনাস্থলে নিহত ও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার সকাল আনুমানিক ৭ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার উত্তর হারবাং ইছাছড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপর আশপাশের লোকজন ও চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সদস্যরা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। ওইসময় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর বেলা ১০.৩০ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় লোকজন থেকে দূর্ঘটনার কারণ জানতে চাইলে বলেন , শ্যামলী পরিবহন বাসকে ওভারটেক করতে গিয়ে এই দূর্ঘটনা হয় বলে মন্তব্য করেন।
অপরদিকে সকাল ১০টার দিকে একই সড়কের উপজেলার মালুমঘাট এলাকায় মোটর সাইকেল ও টমটম ও ইজিবাইকের মধ্যে সংর্ঘষ ঘটে। এতে মোটর সাইকেল আরোহী যুবক চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের শহর মুল্লুকের ছেলে শাহনেওয়াজ রিপন (২২) মারাত্মকভাবে আহত হয়। দুর্ঘটনার পরপর তাকে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা দুইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা গেছেন বলে নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন।
স্থানীয় লোকজন থেকে দূর্ঘটনার কারণ জানতে চাইলে বলেন , অদক্ষ ড্রাইভার ও অনুমতিবিহীন গাড়ি টমটমের কারণেই এই দূর্ঘটনা হয় ।
একইদিনে কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকনিকবাহী বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। ঐদিন বিকাল ৫ টায় উপজেলার খুটাখালী কচ্ছপিয়া ঢালায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহত যুবক কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সিকদার পাড়া নিবাসী বর্তমান হরিপুর এলাকার বাসিন্দা মনছুর আলম প্রকাশ বলি মনছুরের পুত্র শারেক হোসাইন(২৫)। ঘাতক বাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।চালক হেলফার পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,নিহত যুবক শারেক বাইক চালিয়ে ঈদগাহর দিকে আসার পথে বর্নিত স্থানে পৌছলে ঢাকামুখী পিকনিকবাহী মিতালী পরিবহন যার ঢাকা মেট্রো ব-১৪-৬৭৫৩ তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলের প্রান হারায় এ যুবক।খবর পেয়ে ঘাতক বাসটি স্থানীয়দের সহযোগিতায় জব্দ করে পুলিশ। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল এসে মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।নিহত শারেকের বড় ভাই জুনাইদ হোসাইন জিকু ঘটনার বিষয়টি নিশ্চত করেন।এদিকে তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায় নেমে এসেছে।
উক্ত দূর্ঘটনায়,, শ্যামলী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংর্ঘষে নিহতরা হলেন মাইক্রোবাসের চালক কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের উত্তর খুনিয়া পালং এলাকার সামশুল আলম চৌকিদারের ছেলে জয়নাল আবেদীন (৩০), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাতিরমোড়া এলাকার বাদশা মিয়ার ছেলে আলী আকবর (১৮), একই এলাকার মীর আহমদের ছেলে সাহাবউদ্দিন (১৮) ও মোহাম্মদ গফুর মিয়ার ছেলে হারুনুর রশিদ (১৮)।
মাইক্রোবাসের আহত যাত্রীরা হলেন জামাল উদ্দিনের ছেলে সাহাব উদ্দিন (৩০), আলী আহমদের ছেলে নুরুল ইসলাম (১৮), অহিদুল আলমের ছেলে গফুর আলম (২৫), উলা মিয়ার ছেলে নুরুল হোসেন (১৮) ও জাকের হোসেন (২৭)। আহত সকলে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাতির মোড়া পাড়ার বাসিন্দা ।
প্রত্যক্ষদর্শী লোকজন ও চিরিঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার থেকে দুইটি নোহা (মাইক্রোবাস) যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্যোশে রওনা দেয়। তন্মধ্যে একটি মাইক্রোবান বান্দরবানে পিকনিকে যাচ্ছিল এবং অপরটি যাচ্ছিল চট্টগ্রাম বিমানবন্দরে।
প্রত্যক্ষদর্শী লোকজন ও চিরিঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার থেকে দুইটি নোহা (মাইক্রোবাস) যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্যোশে রওনা দেয়। তন্মধ্যে একটি মাইক্রোবান বান্দরবানে পিকনিকে যাচ্ছিল এবং অপরটি যাচ্ছিল চট্টগ্রাম বিমানবন্দরে।
সকাল আনুমানিক ৭টার দিকে দুটি মাইক্রোবাস মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইছাছড়ি এলাকা অতিক্রমকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখি শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওইসময় ঘটনাস্থলে চালকসহ তিনজন ও পরে হাসপাতালে নেয়ার পথে আরো জন নিহত হন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি নুরে আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। স্বজন উপস্থিত হলে আইনী প্রক্রিয়া শেষে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে।