সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে -আব্দুর রাজ্জাক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪১ এএম, রোববার, ৪ মার্চ ২০১৮ | ১০০১

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ও অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধনবাড়ী-মধুপুর-১ আসনের সংসদ ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপিকে আদালত স্বীকৃত দুর্নীতির কালিমা নিয়েই অংশ নিতে হবে।


আগামী নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি কিংবা অন্যকেউ দেশে অরাজকতা সৃষ্টি করলে ৭১ এ পাকিস্থানকে যেভাবে মোকাবেলা করা হয়েছে সে ভাবেই তাদের কঠোর ভাবে মোকাবেলা করা হবে।

বিএনপির নেতৃত্বে খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাতের অভিযোগে আদালতের রায়ে দোষী সাব্যস্থ হয়ে জেল খানায় রয়েছে। তার পুত্র তারেক রহমানও আদালতের রায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী। দেশে আসা মাত্র তাকে জেলে যেতে হবে। সব মিলিয়ে বিএনপি এখন দেশি-বিদেশি আদালত স্বীকৃত দুর্নীতিবাজের দল। কাজেই এ দেশের মানুষ সন্ত্রাস-দুর্নীতিবাজের দল বিএনপিকে আর ভোট দিবেনা।

অপরদিকে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে। দেশে এখন উন্নয়নের মহাসড়কে উঠেছে। এই উন্নয়নের চাকাকে আরো গতিশীল করতে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি গতকাল (শনিবার) ৩ মার্চ ধনবাড়ী উপজেলার কেরামজানী ও ইসপিঞ্জারপুর গ্রামে শতভাগ বিদ্যৎ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রেসক্লাব সম্পাদক আনছার আলীর সঞ্চালনায় স্থানীয় প্রবীণ আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে শতভাগ বিদ্যৎ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যাস মোহাম্মদ আলী কিসলু, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, ময়মনসিংহ পল্লী বিদ্যৎ সমিতি-১ এর এজি এম মো. শাহিনুর রহমান, বলিভদ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, বর্তমান চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেদী হাসান রনি, ধনবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল, কেরামজানী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক প্রধান শিক্ষক নূরুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী প্রমূখ।

উল্লেখ্য, ধনবাড়ী উপজেলার ইসপিঞ্জারপুর, কেরামজানী, গাড়াখালী ও ছোট গংগাবর গ্রামের মোট ৬৩৬ জন পরিবারের মাঝে নতুন বিদ্যৎ লাইনের সংযোগ দেয়া হয়।

অপরদিকে ড. মো. আব্দুর রাজ্জাক এমপি সকালে উপজেলার কেরামজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন।

হাফিজুর রহমান/পিএইচ