টাঙ্গাইলে ৯ হাজার ৩২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:০৪ পিএম, শনিবার, ৩ মার্চ ২০১৮ | ৪৯৩

টাঙ্গাইলে ৯ হাজার ৩২০ পিস ইয়াবা ও ১ টি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২।

২ মার্চ শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের রাবনা বাইপাস সংলগ্ন রুপালী ফ্লাওয়ার মিলস লিঃ এর সামনে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হচ্ছে রাজশাহী জেলার বোয়ালিয়া থানার ছোটবন গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩১) ও রাজশাহী জেলার মোহনপুর থানার নওনগর গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মো. বাবুল হোসেন (৩০)।

৩ মার্চ শনিবার দুপুরে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদর রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই ইয়াবাব্যবসায়ী ও একটি ট্রাক আটককরা হয়।

আটককৃত ব্যাক্তিদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।