টাঙ্গাইলে বালুর নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, শনিবার, ৩ মার্চ ২০১৮ | ৫০৮

টাঙ্গাইলের কালিহাতীতে বালুর নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

৩ মার্চ শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা সংলগ্ন ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার জোকারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বালুর নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। খোজাখুজির এক পর্যায়ে বালুর নিচে পুতে রাখা একটি মানুষের হাতের কিছু অংশ দেখা যায়।

এসময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়, পরে পুলিশ এসে সেখানে খুঁড়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, প্রায় এক সপ্তাহ আগে অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বালু নিচে চাপা দেয়া হয়েছে।

এব্যাপারে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হত্যা করে লাশ গুম করার জন্য বালুতে চাপা দিয়ে রেখেছিল হত্যাকারীরা। লাশের শরীরে বিভিন্ন ধরনের হত্যার আলামত রয়েছে।