ডুলাহাজারা ক্রীড়া সংস্থার বিজয়

চকরিয়া উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

এম.জুনাইদ উদ্দিন
প্রকাশিত: ০৫:২০ পিএম, শনিবার, ৩ মার্চ ২০১৮ | ৫৪০

চকরিয়া উপজেলা ক্রীড়া উন্নয়ন পরিষদের আয়োজনে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম প্রদত্ত ৬ ভরি ওজনের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তিন মাস ব্যাপী আসরটি অবশেষে ফাইনাল ম্যাচের মাধ্যমে সমাপ্ত হয়েছে।

০২ মার্চ শুক্রবার বিকালে চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কোনাখালী খেলোয়াড় সমিতিকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রপি ঘরে তুলে নিয়েছে ডুলাহাজারা ক্রীড়া সংস্থা।

ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের কর্মকর্তা এবং খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও টুর্নামেন্টের স্পন্সর চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এম,এ।

চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, সিনিয়র আইনজীবি এডভোকেট মো.শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন কমিশনার, পৌর কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেকান্দর বাদশা নাগু সওদাগর প্রমুখ।

টুর্নামেন্টের সার্বিক তত্তাবধানে ছিলেন টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া উন্নয়ন পরিষদের সহ-সম্পাদক জাবেদ হোসেন পুতুল, জয়নাল আবেদিন পুতুল, সদস্য ওয়াহেদ উদ্দিন ইবুনু, আবুল কাসেম আবুলু, গিয়াস উদ্দিন, শফিউল আজম, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, বেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম, জিয়াউল হক, আমির হোছাইন, জমির উদ্দিন, এরফান উদ্দিন, রমিজ উদ্দিন, সাঈদ মাহমুদ রুবেল, আসাদুল ইসলাম আসাদ ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান।

গতবছরের ২২ ডিসেম্বর টুর্নামেন্টের খেলা উদ্বোধন করা হলেও দুইদিন আগে ২০ ডিসেম্বর টুর্নামেন্টের পর্দা উম্মোচন করা হয়।