সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮ | ৭৮৭

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক ছাত্র নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে ১৯৯৬ সালে ১৫ ফেব্রয়ারি ও ১২ জুনের নির্বাচনে ধানের শীষ প্রতিকে এমপি নির্বাচিত হন।

খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমী সৈয়দ মাওলানা মজিবর রহমান আবুল কালাম আজাদ সিদ্দিকীর গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবী জানিয়েছেন।

এদিকে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তিদাবি করেছেন মির্জাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।