উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ সিএনজি ড্রাইভার আটক

জেলা সংবাদদাতা,কক্সবাজার
প্রকাশিত: ০২:৪৭ পিএম, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৮৯

কক্সবাজারের রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের অভিযানে সিএনজি তল্লাশি করে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট, পাচারকারী সিএনজি চালক উখিয়ার মনজুরকে (২০) অাটক করেছে পুলিশ।

সোমবার  সন্ধ্যার সময় টেকনাফ-কক্সবাজার মহাসড়কের তুলাবাগান হাইওয়ে থানার সামনে তল্লাশি করে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও সিএনজি গাড়িসহ তাকে অাটক করে।

অাটককৃত সিএসজি চালক উখিয়া উপজেলার পালংখালীর ফারিরবিল গ্রামের অাবদুস সালামের ছেলে বলে জানা গেছে।

রামু ক্রসিং কুমিল্লা রিজিওনাল তুলা বাগান এর অফিসার ইনচার্জ ( ওসি) মো.মোজাহিদুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, এটিএসঅাই অাক্তার হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নিয়ে সিনএজিতে বিশেষ কায়দায় থাকা ইয়াবা ট্যাবলেট, চালক ও গাড়ি জব্দ করে সংশ্লিষ্ট অাইনে মামলা রুজু করত:ধৃত আসামী কে রামু থানায় সোপর্দ করা হয়েছে।