লালপুরে জাটকা মাছ ব্যবসায়ীকে অর্থ জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৫ পিএম, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮ | ৫৫২

জাটকা ইলিশ মাছ বিক্রয় করার সময় সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর হাটে অভিযান চালিয়ে নয়ন আলী (৩৬) নামে এক মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত নয়ন ঈশ্বরদী উপজেলার মশুরিপাড়া গ্রামের মুনছের প্রামানিকের ছেলে।

আটক ব্যবসায়ীকে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় নয়ন আলীর কাছ থেকে জব্দকৃত ১৬ কেজি জাটকা ইলিশ মধুবাড়ী মাজার হাফেজিয়া মাদ্রাসায় প্রদান করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোঃ আসাদুল্লাহ।