আগামীকাল রোববার বাউফলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:১২ এএম, রোববার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৬৫
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আগামীকাল রোববার বাউফল থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করতে বাউফলে আসছেন। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

এ উপলক্ষে থানা চত্বরে এক সূধী সমাবেশের আয়োজন করা হয়েছে। স্বারাষ্ট্রমন্ত্রীর বাউফল সফরকে কেন্দ্র করে নদীমাতৃক বাউফলবাসী অনেক প্রত্যাশার কথা জানিয়েছেন।

বাউফল থানা সূত্রে জানা গেছে, অষ্টাদশ শতকে স্থাপিত বাউফল থানার জন্য প্রায় আট কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। স্থানীয় এমপি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম. ফিরোজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল যৌথভাবে রোববার বেলা ১১ টায় ওই ভবনের উদ্বোধন করবেন।

এসময় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সন্তান ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন উপস্থিত থাকবেন।স্বরাষ্ট্রমন্ত্রীর বাউফল সফরকে কেন্দ্র করে নদীমাতৃক বাউফলবাসী আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর জন্য বিভিন্ন পয়েন্টে স্থাপনা নির্মাণ ও সরঞ্জমাদির দাবি করা হবে বলে জানা গেছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার জানান, দক্ষিণাঞ্চলবাসীকে উপহার দেয়া প্রধানমন্ত্রীর পায়রা সমুদ্র বন্দর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যোগাযোগের অন্যতম নৌপথ বাউফলের তেঁতুলিয়া নদী। প্রায়ই এই নদীপথে চলাচল করা নৌযানগুলো জলদস্যুদের হামলার শিকার হয়।

জলদস্যুদের প্রতিহত করার জন্য বাউফলের কালাইয়া বন্দর, বগা বন্দর, কালিশুরী বন্দর এবং মমিনপুরে নৌ পুলিশ ফাঁড়ি স্থাপন জরুরী হয়ে পড়েছে। একই সাথে উচ্চগতি সম্পন্ন স্পীডবোর্ডসহ অন্যান্য সরঞ্জামাদিও জরুরী।

এছাড়া ৪৯৮ বর্গ কিলোমিটার আয়োতনের বাউফল উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে বাউফল থানায় আরও গাড়ির দরকার। সাধারণ মানুষের এসকল দাবির কথাগুলো স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হবে। তারা বলেন, আশা করি মন্ত্রী মহোদয় বিষয়গুলো বিবেচনায় আনবেন।

জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম. ফিরোজ জানান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে আসবেন এটা আমাদের গৌরব। বাউফলের যাবতীয় সমস্যার কথাগুলো তাকে অবহিত করা হবে।তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে সফল করতে মিডিয়ার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী চিফ হুইপের কালাইয়াস্থ বাসভবনে দুপুরের খাবার খাবেন এবং বিশ্রামের পর রোববারই ঢাকায় ফিরে যাবেন।