টাঙ্গাইল স্কুল ত্র্যান্ড কলেজের(TSC) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, শনিবার, ২ মার্চ ২০১৯ | ৬৪৪

টাঙ্গাইল স্কুল ত্র্যান্ড কলেজের (TSC) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ শনিবার সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে টাঙ্গাইল স্কুল ত্র্যান্ড কলেজের (TSC) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্তিত ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোশারফ হোসেন খান,কো-চেয়ারম্যান হাজী আবুল হোসেন ট্রাস্ট ও দৈনিক টাঙ্গাইল সময় পত্রিকার নির্বাহী সম্পাদক আলহাজ্ব মোঃ আশরাফ হোসেন, টাঙ্গাইল স্কুল ত্র্যান্ড কলেজের পরিচালক সাদিয়া শাহ্জাবিন,HABHIT এর অধ্যক্ষ প্রফেসার মোঃ আমিনুল ইসলাম, টাঙ্গাইল কলেজের উপাধ্যক্ষ প্রফেসার মোঃ নুরুল ইসলাম মিয়া,TISC উপাধ্যক্ষ তুষার কান্তি চৌধুরী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে আসন গ্রহন করেন টাঙ্গাইল স্কুল ত্র্যান্ড কলেজের (TSC) প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন।

এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল স্কুল ত্র্যান্ড কলেজের (TSC) সকল শিক্ষক ছাত্রছাত্রী,অভিভাবকগন ও HABHIT, TISC সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।