কালিহাতীতে ১১ তম একুশে বইমেলা সমাপ্ত

শুভ্র মজুমদার
প্রকাশিত: ০৯:৪১ পিএম, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮ | ৮৫৫

টাঙ্গাইলের কালিহাতীতে তিন দিনব্যাপী ১১ তম একুশে বইমেলা সমাপ্ত ঘটেছে। ২১ ফেব্রুয়ারী সকাল ৯টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা (প্রাথমিক স্কুল পর্যায়) ও বিকেল ৩ টায় বিতর্ক প্রতিযোগিতা(স্কুল পর্যায়) অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয় ছিল সামাজিক সচেতনতাই আমাদের দেশে বাল্য বিবাহ বন্ধ করতে পারে। বিকেল ৫টায় কালিহাতী সাধারন পাঠাগারের সম্পাদক ও একুশে বইমেলা উদ্যাপন কমিটির সদস্য সচিব আলহাজ¦ আনছার আলী বি.কম এর সভাপতিত্বে কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব,কবি ও প্রাবন্ধিক শহীদুল আলম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব,কবি ও প্রাবন্ধিক শহীদুল আলমের স্ত্রী ওয়াহিদা ফেরদাউস।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার প্রমূখ। বইমেলায় কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদারের সম্পাদনায় রক্ত সূর্য নামের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

উক্ত একুশে বইমেলার শেষ দিনে বইপ্রেমীদের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মতো।

শেষে পুরস্কার বিতরণ এবং স্থানীয় ও বিভিন্ন টিভি চ্যানেলের শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও প্রভাতফেরীসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।