দ্রুত বর্ধনশীল অর্থনীতির পাঁচটি দেশের একটি বাংলাদেশ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:০৭ এএম, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯ | ৬৯০

বিশ্বে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির পাঁচটি দেশের একটি বাংলাদেশ, এমনটাই জানিয়েছে বিশ্বব্যাংক।

‘দি বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট এপ্রিল ২০১৯: টুওয়ার্ডস রেগুলেটরি প্রেডিক্টাবিলিটি’ শিরোনামে সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্টে এ তথ্য দেওয়া হয়েছে।

অপর্যাপ্ত ব্যক্তিখাতে বিনিয়োগ সত্বেও এই উন্নয়ন স্থায়ী ক্ষুদ্র ও রপ্তানী নির্ভর প্রতিষ্ঠানের উন্নয়নে বেশ প্রভাব রেখেছে।

রিপোর্টে বলা হয়েছে, এই উন্নয়ন সম্ভব হয়েছে উৎপাদন, নির্মাণ ও শস্যের ভালো ফলনের কারণে, সঙ্গে ব্যক্তিখাতে খরচ, রেমিটেন্স এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নেরও প্রভাব রয়েছে।

রিপোর্টে আরো যুক্ত করা হয়েছে, নিয়ন্ত্রক পূর্বাভাস সামনের দিনগুলোতে এই উন্নয়ন আরো বেশি বাড়িয়ে দেবে।  রিপোর্টের নিচের দিকে বিশ্বব্যাংক জোর দিয়েছে, ব্যক্তিখাতে বিনিয়োগ বাংলাদেশে খুব দুর্বল ছিলো, ৯১০ মার্কিন ডলারের প্রভাব রয়েছে ২০১৯ সালের প্রথমার্ধের রাজস্ব আয়ে। ইন্ডাস্ট্রিগুলোর জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় গন্তব্য। কিন্তু এখানে জমি, বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ সহজলভ্য করা সংকটপূর্ণ হয়ে উঠছে।