বাসাইলে সেপটি ট্যাংক থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৩ পিএম, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৮৭

টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজের ৪দিন পর শামছুজ্জামান পটল (৫০) নামের এক মাটি ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ির টয়লেটের সেপটি ট্যাঙ্কি থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। নিহত শামছুজ্জামান ওই এলাকার খোরশেদ খানের ছেলে।

নিহতের ভাই কল্পন খান জানান, গত ১৫ ফেব্রæয়ারি রাতে শামছুজ্জামান চাচাতো ভাই শিশির খানের সাথে তার ঘরে ঘুমাতে যায়। এরপর সকালে তাদের দু’জনকে পাওয়া যাচ্ছিল না। দুইদিন পর শিশিরের খোঁজ পাওয়া গেলেও শামছুজ্জামানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এমতাবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিহতের স্ত্রী নাহার বেগম দাবী হয়ে বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করে। নিহতের সঙ্গী শিশির গা ঢাকা দিয়েছে ।

বাসাইল থানার ওসি (তদন্ত) এস এম তুহিন বলেন, অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।