বগুড়ায় অাতঙ্কে শিক্ষার্থীরা
পুকুরের ভাঙনে ভেঙ্গে পড়ার উপক্রম একাডেমিক ভবন


বগুড়ার শিবগঞ্জের রহবল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ভেঙে পড়ার উপক্রম হয়েছে।বিদ্যালয়ের সাথে অবস্থিত পুকুরের ভাঙনের ফলে ঝুকিপূর্ণ এ অবস্থার সৃষ্টি হয়েছে ।
ভাঙন ঠেকানোর জন্য দ্রুত উদ্যোগ না নিলে ভবনটি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছে শিক্ষক শিক্ষার্থীরা।
ইতিমধ্যেই ভবন ভেঙে পড়ার আতঙ্কে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে বলে জানা গেছে। মঙ্গলবার ( ২০ ফেব্রুয়ারী) সরেজমিনে গিয়ে দেখা গেছে, মোকামতলা বন্দর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বগুড়া-রংপুর বিশ্বরোডের ধারে রহবল বন্দরের পাশে ওই বিদ্যালয়টির অবস্থান।
বিদ্যালয়টির পিছনে পুকুর, ঈদগাহ মাঠ ও হাট অবস্থিত।অভিভাবকরা জানান, এভাবে ভাঙন অব্যাহত থাকলে বিদ্যালয়ের ভবনটি পুকুরে বিলীন হয়ে যেতে পারে।
বিদ্যালয়ের এই ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তাদের সন্তানরা স্কুলে আসতে ভয় পাচ্ছে।
স্কুলটির প্রধান শিক্ষক বিনয় চন্দ্র বর্মন বলেন, ১৯৯৯ সালে প্রায় ১৭ শতক জমির ওপর ওই ভবনটি নির্মিত হয়। এরইমধ্যে পুকুরের পার ভাঙার কারণে ভবনটি ঝুঁকির মধ্যে পড়েছে।
যেকোনো সময় ভবনটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেইসঙ্গে বিদ্যালয়টির অপূরণীয় ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভয়ে-আতঙ্কে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে বলেও তিনি দাবি করেন।