মাভাবিপ্রবি ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০১ পিএম, রোববার, ২৬ জুলাই ২০২০ | ৪৫৫
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের সামনে থেকে প্রায় ১৫৫জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।
 
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ, রেজিস্ট্রার ড. ইঞ্জি: মোহাঃ তৌহিদুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, সাধারন সম্পাদক সাদাৎ আল হারুন, ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মির্জা রানা, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোঃ আক্কাস আলী, সাধারন সম্পাদক মোঃ আমিনুর ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।