লালপুরে সড়কের দু’ধারে
অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ


নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ও ধুপইল রাস্তার দু’ধারে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) উচ্ছেদ করেছে প্রশাসন।
লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাঃ আবু তাহির এ উচ্ছেদ অভিযানের নের্তৃত্ব দেন। পাশাপাশি এ সকল স্থান দখলে নিয়ে কেউ যদি পুনরায় অবৈধ ভাবে স্থাপনা বা দোকান ঘর তৈরি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নাটোর ও বনপাড়ায় অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ অভিযান চালায় সওজ। কয়েকদিন পূর্বে নাটোর সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে ওয়ালিয়া ও ধুপইল সড়কের দু’ধার দখল করে গড়ে ওঠা প্রায় ৪ শতাধিক স্থাপনা ও দোকান তৈরিকারক দের নিজ উদ্যোগে ভেঙ্গে জায়গা ফাঁকা করে দেয়ার জন্য বলা হয়। সওজের নোটিশে বলা হয় অবৈধ স্থাপনা নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে না নিলে এই সকল অবৈধ স্থাপনা তৈরী কারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই নোটিশের প্রেক্ষিতে গত শুক্রবার ব্যবসায়ীরা নিজ উদ্যোগে তাদের এই সকল অবৈধ স্থাপনা ভাঙ্গেন। কিন্তু দখলদারদের উচ্ছেদ সওজের নিয়ম অনুযায়ী না হওয়ায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় কয়েকজন দোকানি বলেন, সওজের নির্দেশনা অনুযায়ী আমরা দোকান ও স্থাপনা সমূহ নিজেরাই ভেঙ্গে ফেলেছি। কিন্ত আমাদের রুটি-রোজগার ও পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে দোকানের সামন্য অংশ রেখেছিলাম। আজ সওজের লোকজন তাও ভেঙ্গে দিয়ে গেল।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাঃ আবু তাহির বলেন, সওজ গত ১ সপ্তাহ আগে নোটিশের মাধ্যমে দখলদারদের জায়গা ছেড়ে দেয়ার জন্য বলে এবং নির্ধারিত সময়ের মধ্যে জায়গা ছেড়ে না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়। দখলদাররা জায়গা না ছাড়ায় বাধ্য হয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সালাহ্ উদ্দিন