কালিহাতীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন বিক্ষোভ মিছিল


টাঙ্গাইলের কালিহাতীতে এমপিওভূক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট এর ৬% স্থলে ১০% কর্তনাদেশের প্রতিবাদে এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কালিহাতী উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৫ এপ্রিল)সকাল ১১ টায় কালিহাতী বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নাজমুল করিম, সহ-সভাপতি রমেশ চন্দ্র নাথ, হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক রতন কুমার দত্ত, যুগ্ম-সাধারন সম্পাদক খালিদুর রহমান প্রমুখ।