টাঙ্গাইলে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৮ পিএম, বুধবার, ২০ জুলাই ২০২২ | ৪০১

টাঙ্গাইলের মির্জাপুরে ১ হাজার ৪৯৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বুধবার ভোরে উপজেলার গোড়াই মিল গেইট শ্যামলী এন.আর. ট্রাভেলস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার দেশিপাড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে রাকিব হোসেন (২৫)। এসময় ৪ লাখ ৪৯ হাজার ১০০ টাকা মূল্যের ১ হাজার ৪৯৭ পিস ইয়াবা, ২টি মোবাইল, ২টি সিম কার্ড এবং নগদ ২৪০ টাকাসহ তাকে হাতেনাতে আটক করে।    

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,  আটককৃত বহুদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক কারবারি ও মাদক সেবীদের নিকট তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তার চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।