শিবগ‌ঞ্জে পুত্রের উপর অভিমান ক‌রে আত্মহত্যা কর‌লো বৃদ্ধ পিতা

বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৬৯
 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরবে পুত্রের উপর অভিমান করে বিষপানে আত্মহত্যা কর‌লো পিতা।নিজ জ‌মি ছে‌লের না‌মে লি‌খে না দেয়াই তার এ অাত্মহত্যার মূল কারণ ব‌লে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।
 
জানা যায়, পিরব ইউপির ভালুকখালি গ্রামের মৃত জনাব আলীর পুত্র আলহাজ্ব আব্দুল জলিল (৮২) ১৫ই ফেব্রুয়ারি আনুমানিক বিকাল ৩টায় নিজ বাড়ীতে বিষপান করে আত্মহত্যা করে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পুত্র নিজাম উদ্দিন ওরফে মংলু ও পুত্র বধূ দীর্ঘ দিন যাবৎ পিতার জায়গা-জমি দলিল করে নেওয়ার চাপ সৃষ্টি করে আসছিল।
 
এর ধারাবাহিকতায় ঘটনার দিনে ব্যাপক চাপ সৃষ্টি করে এতে পিতা সইতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়। এ ব্যপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
 
 
খা‌লিদ হাসান/এইচএইচ