বগুড়ায়

এসএসসি এক পরীক্ষার্থীর খাতা উধাও, ৫ ঘন্টার পর উদ্ধার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৮ এএম, রোববার, ১১ ফেব্রুয়ারী ২০১৮ | ৫৬৯

বগুড়ার শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্র‌ে গণীত পরীক্ষায় এক পরীক্ষার্থীর খাতা উধাও হওয়ার ঘটনা ঘটেছে।পরে পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৫ঘন্টার পর খাতার সন্ধান পাওয়ার খবর পাওয়া গেছে।

জানাযায় শনিবার শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে মাদ্রাসা বোর্ডের গণীত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে ২৪ নম্বর কক্ষে ৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়।

কক্ষ পরিদর্শক খাতার মুরি কেটে খাতা জমা নেয়। পরে খাতা গননার সময় ৫২টি খাতা পাওয়া যায়। কক্ষ পরিদর্শক, হল সুপর,কেন্দ্র সচিব সহ সবাই দুঃ-চিন্তায় পড়ে যায়। পরে শিক্ষকেরা জানতে পারে খাতাটি ফারজানা আক্তারের সে আলিয়ারহাট ডি ইউ এস ফাজিল মাদ্রাসার মানবিক বিভাগের ছাত্রী।

সংবাদ পাওয়ার সাথে সাথে কেন্দ্রে ছুটে আসেন সহকারী কমিশনার(ভুমি) সুশান্ত কুমার মাহতো। কেন্দ্রের প্রত্যেকটি কক্ষ,অফিস,এমনকি বাথরুমে খোঁজাখুজি শুরু করে।

অবশেষে বিকাল সাড়ে পাঁচটায় ২৪ নম্বর কক্ষে ইটের নিচে খাতার সন্ধান পাওয়া যায়। এ ব্যাপারে কেন্দ্র সচিব আবু রায়হান বলেন পরীক্ষার্থী ফেল হবে নিশ্চিত ভেবেই তার খাতা লুকিয়ে রেখে গেছে।

খালিদ হাসান/পিএইচ