যুক্তরাষ্ট্রে আটক ৩০০ শ্রমিক ফিরিয়ে আনছে দক্ষিণ কোরিয়া


গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পরিচালিত অভিযানে আটক প্রায় ৩০০ দক্ষিণ কোরীয় শ্রমিককে দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে সিউল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় রোববার জানায়, আটক শ্রমিকদের মুক্তির প্রক্রিয়া শেষ পর্যায়ে এবং আনুষ্ঠানিকতা শেষ হলেই একটি চার্টার্ড প্লেনে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। ওয়াশিংটনে কোরীয় কনসাল জেনারেল চো কি-জুং ইয়োনহাপ নিউজকে জানান, সম্ভবত বুধবারই শ্রমিকরা বিমানে উঠবেন। খবর রয়টার্স।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অভিযানে গত বৃহস্পতিবার জর্জিয়ার এলাবেলে হুন্দাইয়ের ব্যাটারি কারখানায় প্রায় ৪৭৫ শ্রমিককে গ্রেফতার করা হয়। বিভাগটির ইতিহাসে কোনো একক স্থানে এটিই ছিল সবচেয়ে বড় অভিযান। আটক শ্রমিকদের মধ্যে ছিলেন প্রায় ৩০০ কোরীয় নাগরিক। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ায় প্রবল অসন্তোষ ছড়িয়ে পড়ে। কারণ, মাত্র ১০ দিন আগেই দুই দেশের প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে কঠোর অবস্থান জানালেও পরে কিছুটা নরম সুরে বলেন, ‘আপনাদের বিনিয়োগ আমরা স্বাগত জানাই, তবে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন মেনে চলতে হবে।‘ একই সঙ্গে তিনি অভিবাসন আইন আরো কঠোরভাবে প্রয়োগ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন-সিক বলেন, যুক্তরাষ্ট্রে কর্মরত কোরীয় শ্রমিকদের জন্য ভিসা ব্যবস্থার উন্নয়নে কাজ করবে সরকার, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।
অভিযানটি এমন সময়ে হলো যখন হুন্দাই ও এলজি এনার্জি সল্যুশন জর্জিয়ায় ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের ব্যাটারি কারখানা নির্মাণ করছে, যা রাজ্যের ইতিহাসে অন্যতম বড় অর্থনৈতিক প্রকল্প। এরইমধ্যে এলজি যুক্তরাষ্ট্রে কর্মী সফর স্থগিত করেছে।