সংরক্ষিত মহিলা আসনে এমপি হওয়ার দৌড়ে মির্জাপুরের উর্মি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯ | ১১০৩

মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সংগীত শিল্পী সালমা সালাম উর্মি সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী হয়ে লবিং শুরু করেছেন। তার স্বামীর নাম আব্দুছ ছালাম মিয়া। বাড়ি মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের পাচ চামারী গ্রামে। স্বামী আব্দুছ ছালাম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণায় উপজেলার সর্বত্র সরব ছিলেন তিনি। জাতীয় নির্বাচনে মির্জাপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমাও দিয়েছিলেন তিনি। নির্বাচনে মনোনয়ন না পেলেও তিনি এ আসনে দলীয় মনোনয়ন পাওয়া মো. একাব্বর হোসেনের পক্ষে নৌকায় ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন।

বর্তমানে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পাালন করছেন। সালমা সালাম উর্মি টাঙ্গাইলের ধনবাড়ি কলেজ থেকে বি এ পাশ করেন। ২০০৮ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মির্জাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ মহিলা সমিতি মির্জাপুর উপজেলা শাখার সহসভাপতি, টাঙ্গাইল জেলা কারাগারের বেসরকারি কারা পরির্দর্শক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলার কার্যকরী পরিষদের সাবেক সদস্য।

সালমা সালাম উর্মি ২০০১ সালে টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুল হতে স্বর্ণ পদক, ২০১৩ সালে সমাজ সেবায় মাদার তেরেসা স্বর্ণ পদক, একই সালে ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর পক্ষ হতে ঢাকা বিভাগে শ্রেষ্ঠ ভাইস চেযারম্যান হিসেবে বিজয় স্মারক সম্মামননা, চেতনায় ৭১ বাঙালি ও বাংলাদেশ সম্মাননা ও নেলসন ম্যানডেলা স্বর্ণ পদক, ২০১৪ সালে সফল ভাইস চেয়ারম্যান হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বর্ণ পদক, একই বছর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সুচিত্রা সেন স্বর্ণ পদক পান। সালমা সালাম উর্মি বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভূক্ত একজন সংগীত শিল্পী।

সালমা সালাম উর্মি বলেন, অনেক দিন ধরেই আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করে আসছি। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে বড় হয়েছি। নেত্রী শেখ হাসিনার সান্নিধ্য আমার রাজনৈতিক ও দেশপ্রেমের চেতনাকে উজ্জ্বল করেছে। সেই আদর্শ ও অভিজ্ঞতাকে মানুষের কাজে ব্যবহার করতে চাই।

তিনি বলেন, আমি আশাবাদী, আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমাকে মূল্যায়ন করবেন। দলের জন্য আমার শ্রম ও ত্যাগ সম্পর্কে অবশ্যই তিনি অবগত আছেন।
সংরক্ষিত মহিলা সদস্যদের নির্বাচিত করবেন সাধারণ ভোটারদের ভোটে নির্বাচিত ৩০০ জন এমপি। এরইমধ্যে এ প্রক্রিয়া শুরু হলেও যাচাই বাছাই করে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন হবে বলে জানা গেছে।#