নারায়ণগঞ্জে দুই জনকে খুন করে দোকান লুট


নারায়ণগঞ্জে দুই নৈশপ্রহরীকে হত্যা করে ৩টি ব্যাটারির দোকানের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, শনিবার (২১ জুলাই) ভোররাতে বন্দর থানার উত্তর লক্ষণখোলা বাজারে নৈশ প্রহরী রায়হান ও মোতালেব মিয়ার ওপর হামলা চালায় একদল ডাকাত।
এ সময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে ব্যাটারির দোকানের মালামাল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।