সাকিল ব্যাডমিন্টন একাডেমিতে
বিন্দুবাসিনী ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত


টাঙ্গাইলের শহরে পৌর এলাকায় দিঘুলীয়ায় বিন্দুবাসিনী ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) ও সোস্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিধি (সেতু)’র পৃষ্ঠপোষকতায় দিঘুলিয়া ব্যাডমিন্টন প্রেমী ও ব্যাডমিন্টন কোচ সাকিল ব্যাডমিন্টন একাডেমীতে ব্যাডমিন্টন একক ও দ্বৈত ফাইনাল অনুষ্ঠিত হয়।
খেলায় ব্যাডমিন্টন একক ফাইনালে সমীর এবং দ্বৈত ফাইনালে রাকিবুল ও রাফিউল জুটি চ্যাম্পিয়ন হয়।
বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
তিনি বলেন, শহরের বাইরে দিঘুলিয়ায় সাকিল চমৎকার দক্ষতায় একটি ব্যাডমিন্টন একাডেমী গড়ে তুলেছে এবং মাঝে মাঝে ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছে যা প্রশংসীয়। ব্যাডমিন্টন স্বাস্থ্যসম্মত শীতের দিনের একটি মজার খেলা। সাকিলের ব্যাডমিন্টন খেলার আয়োজন অনুকরনীয় দৃষ্টান্ত। এরকম খেলা আয়োজন আরো হউক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোবারক হোসেন, বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র হাসানুর রহমান পরাগ,সাংবাদিক মোজাম্মেল হক।
খেলায় ব্যাডমিন্টন দ্বৈত ফাইনালে রাকিবুল ও রাফিউল জুটি ২-০ সেটে সমির ও কাফি জুটিকে এবং ব্যাডমিন্টন একক ফাইনালে সমির ২-০ সেটে সাকিলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
তিনদিনব্যাপী টুর্নামেন্টে ব্যাডমিন্টন দ্বৈতে ৯টি জুটি দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহন করে এবং এককে ৮ জন ব্যাডমিন্টন খেলোয়াড় ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলে।
এককের খেলোয়াড়বৃন্দ হলেন দোলনা ৯৮, সাকিল ২০০৪,আতিক ২০১০, রাফিউল ২০১০,সমির ২০০০, রাকিবুল ২০০৯, দিপু ২০১২ ও সৃষ্টি ২০১২।