কাকলী কুঞ্জে ছড়া পাঠের আসর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০ পিএম, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ৪৮৪

টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে ছড়া পাঠের আসর। গত শুক্রবার বিকেলে শহরের আকুর টাকুর কাকলী কুঞ্জের সাপ্তাহিক পূর্বাকাশ কার্যালয়ে এই আসর অনুষ্ঠিত হয়। 

ভাসানী ফাউন্ডেশন টাঙ্গাইলের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে আসরে ছড়া সাহিত্যের উপর আলোচনা করেন ছড়াকার এড. খান মোহাম্মদ খালেদ, ছড়াকার ও অধ্যাপক শফিক ইমতিয়াজ, অধ্যাপক ড. পিনাকী দে এবং নজরুল গবেষক এড.আলরুহী।

আসরে স্বরচিত ছড়া পাঠ করেন তাবাচ্ছুম আরেফিন ছন্দা, কবি আযাদ কামাল, প্রাবন্ধিক আলী রেজা, ছড়াকার রহমান শিবলু, ছড়াকার দীপক পাল, ছড়াকার ইলিয়াজ আলীমিয়া (পঠিত), ছড়াকার সাধন চক্রবর্তী এবং ছড়াকার সাহেল আহমাদ।

ছড়া পাঠের আসর পরিচালনা করেন ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু।