মির্জাপুরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে সহযোগিতা শিক্ষক বহিস্কার

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৭৫৯

টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা হলে এক পরীক্ষার্থীকে অনৈতিকভাবে সহযোগিতার অপরাধে মাহামুদুল হাসান নামে এক কক্ষ পরিদর্শককে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ধর্ম পরীক্ষা চলাকালে মির্জাপুর ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে তাকে বহিস্কার করা হয়। সে উপজেলার উয়ার্শী ইউনিয়নের সিয়াম একাডেমির সহকারী শিক্ষক।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ধর্ম পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরে দাগ দিয়ে দেয়ার সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন মাহমুদুল হাসানকে হাতেনাতে ধরে ফেলেন এবং বাহিস্কার করেন। পরে এ বছরের সকল পরীক্ষার দায়িত্ব পালন থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, সবার সহযোগিতায় আমরা নকল মুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করবো। এ কাজে ছাত্র-শিক্ষকসহ যেই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য বাংলা প্রথমপত্র চলাকালে মির্জাপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক পরীক্ষার্থীকে অনৈতিকভাবে সহযোগিতা করার সময় হাতেনাতে ধরে উপজেলার কুর্নী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কক্ষ পরিদর্শক আব্দুল আলিমকে চলতি বছরের সকল পরীক্ষার দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেন নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।

শহীদ/পিএইচ